১০ টি উপায়ে যেভাবে অনলাইন ইনকাম করে নিতে পারবেন
টিফিন এর সময় আমার এক বন্ধু আমাকে এসে বললো “কি রে বন্ধু, তুই নাকি অনলাইন এ ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করস?” আমি বললাম তুই ঠিক শুনছস। তখন সে বললো “ঘরে বসে কোন স্কিল নিয়ে কাজ করলে টাকা ইনকাম করা যাবে? ” তখন ভাবলাম আমার বন্ধুর মত হয়তো অনেকে আছেন যারা ফ্রিল্যান্সিংকরে টাকা ইনকাম করতে চান। কিন্তু কোন স্কিল নিয়ে কাজ করবেন সেটা বুঝতেছেন না। তাই আজকের আর্টিকেলটি তাদের জন্য। চলুন পোস্ট এর জন্য সূচিপত্র দেখে নেয়া যাক।
ফ্রিল্যান্সিং কি?
আমরা সবাই ফ্রিল্যান্সিং সম্পর্কে জানি তবুও যারা নতুন আছেন তাদের জন্য এটা জানা দরকার। ফ্রিল্যান্সিংহল মুক্ত পেশা বা স্বাধীন পেশা। এটা কে মুক্তপেশা বলার কারণ হচ্ছে আপনি ঘরে বাহিরে যে কোন জায়গায় বসে এই কাজটি করতে পারবেন। তাই এটিকে মুক্ত পেশা বলা হয়েছে।
ফ্রিল্যান্সিং করে অনলাইন থেকে টাকা ইনকাম
বর্তমানে ফ্রিল্যান্সিং সবচেয়ে জনপ্রিয় অনলাইনে ইনকাম করার উপায় -গুলোর মধ্যে একটি। এটি এমন একটি মুক্ত পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে অনলাইনে ইনকাম করতে পারবেন।
ফ্রিল্যান্সিং করে অনলাইন ইনকাম করতে চাইলে বিভিন্ন ফ্রিল্যান্সিং প্লাটফর্ম যেমন: Fiverr, Upwork সহ আরো অনেক মার্কেটপ্লেস রয়েছে যেখানে অ্যাকাউন্ট করে পোর্টফোলিও সাজিয়ে দক্ষতা এবং অভিজ্ঞতা অনুযায়ী কাজ করা যায় ।এরপর কোন ক্লায়েন্ট বা বায়ারের কাজের দরকার হলে আপনার দক্ষতা এবং অভিজ্ঞতা যাচাই করে বায়ার আপনাকে কাজ দিবে। ফ্রিল্যান্সিং করে কত ইনকাম করা যায় তার নিশ্চিতভাবে বলা অসম্ভব। কারণ কেউ আছেন ৫০০ ডলার ইনকাম করেন আবার অনেকে আছেন ৫০০০ ডলারও ইনকাম করে থাকেন । তাই এটি দক্ষতা এবং অভিজ্ঞতার উপর নির্ভর করে ।
এখন আমি আপনাদেরকে এমন দশটি স্কিল্লের কথা বলবো যেগুলো আপনি আপনার সাধ্যমত সময় বের করে দক্ষতা অর্জন করে, সে অনুযায়ী কাজ করলে অনেক ডলার ইনকাম করতে পারবেন ।
গ্রাফিক্স ডিজাইন করে ইনকাম
বর্তমানে গ্রাফিক্স ডিজাইনারদের চাহিদা অনেক এবং এই সেক্টরে বর্তমানে প্রচুর লোক রয়েছে, এবং তারা প্রতিদিনই ফ্রিল্যান্সিং এর পাশাপাশি লোকাল কাজও করে থাকে ।এটি মাঝারি কাজ এতটা কঠিন না। এই সেক্টরে প্রো হতে হলে আপনাকে ৬ থেকে ১ বছর সময় দিতে হবে ।এই সেক্টরে যত বেশি দক্ষ হবেন তত বেশি ইনকাম হবে। আপনাকে এডোবি ক্রিয়েটিভ সফটওয়্যার ব্যবহার শিখতে হবে এছাড়াও কালার থিউরি, স্কেচিং, টাইপোগ্রাফি এবং বেসিক এইচটিএমএল শিখতে হবে। গ্রাফিক্স ডিজাইনিং করে মাসে ৪০০০০ থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করা যায় । ১০ মিনিট স্কুল এর প্রোফেসনাল গ্রাফিক্স ডিজাইন কোর্স টি করতে পারেন নিজেকে প্রোফেসনাল গ্রাফিস ডিজাইনার বানাতে।নিচের লিঙ্ক এ ক্লিক করুন।
ডিজিটাল মার্কেটিং করে ইনকাম
সহজ কথায় ডিজিটাল ডিভাইস এবং প্রযুক্তি যেমন( মোবাইল কম্পিউটার অথবা ল্যাপটপ) ইত্যাদি ব্যবহার করে কোন পণ্য বা সার্ভিসের প্রচারণা চালানোকেই ডিজিটাল মার্কেটিং বলা হয় । এটি তেমন কঠিন কাজ বলা যাবে না। এটি স্কিলে প্রো হতে হলে আপনার এক থেকে দুই বছর সময় লাগবে।এই সেক্টরে কাজ করতে হলে আপনাকে সময়ের সাথে নিজেকে আপডেট রাখতে হবে। এই সেক্টরের কিছু কাজ হল মার্কেটিং স্ট্যাজারিটি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, পেইড মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং, ইমেইল মার্কেটিং এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর প্রচারণায় ইফতারি চালানো ইত্যাদি হলো এই ডিজিটাল মার্কেটিং এর অংশ।
ডিজিটাল মার্কেটিং এর এক থেকে দুইটি ক্যাটাগরি নিয়ে কাজ করলে আপনি মাসে 10000 থেকে 50 হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন ।তবে এই সংখ্যাটি শুধুমাত্র অনুমান করে বলা হয়েছে এর থেকে বেশিও ইনকাম করতে পারবেন।
কনটেন্ট রাইটিং
কনটেন্ট রাইটিং ব্লগ পোস্টের মধ্যে লেখালেখি করা মানে আপনারা এখন যে আর্টিকেলটি পড়ছেন ঠিক সে রকম ভাবে নিজস্ব ওয়েব অন্যজনের ওয়েবসাইটে এভাবে লেখালেখি করে টাকা ইনকাম করা যায়। কন্টেন্ট রাইটিং শিখতে আপনার ছয় থেকে নয় মাস লাগতে পারে শব্দ ও ভাষার দক্ষতা বাংলা ইংরেজি দক্ষতা মাইক্রোসফট ওয়ার্ড এর দক্ষতা এবং লেখার পারদর্শিতা থাকতে হয়।বায়ারের চাহিদা মত আপনি যদি কন্টেন্ট রাইটিং এর কাজ সম্পন্ন করতে পারেন তাহলে মাসে 10 থেকে 12 হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন ।
ভিডিও এডিটিং
যদিও আমরা অনেকে শখের বসে ভিডিও এডিটিং করি কিন্তু যদি আমরা এটিকে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার হিসেবে নিতে পারি তাহলে কেমন হয়। ভিডিও এডিটিং কাস্টিং যদি প্রফেশনাল ভাবে নিতে চান তাহলে এটি কঠিন একটি কাজ এর জন্য আপনাকে অনেক সময় ব্যয় করতে হবে আপনাকে ৬ থেকে ১ বছর পর্যন্ত সময় ভিডিও এডিটিং এর পিছনে ব্যয় করতে হবে।
ভিডিও এডটিং এ আপনাকে ভিডিও সফটওয়্যার এর উপরে দক্ষতা হতে হবে, টুরি, থ্রিডি ইত্যাদি ডিজাইন শিখতে কবে এছাড়াও থ্রি ইফেক্ট এবং সৃজনশীল হতে হবে। যদি খুব ভালোভাবে ভিডিও এডিটিং শিখেন তাহলে মাসে ১৫ থেকে ২৫০০০ টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন। এছাড়াও আপনি নিজে ভিডিও বানিয়ে ইনকাম করতে পারেন ।বিভিন্ন জনপ্রিয় প্ল্যাটফর্ম রয়েছে যেমন Youtube, Facebook Page, Instragram ইত্যাদি ।যেগুলোর মাধ্যমে নিজের এডিট করার ভিডিও আপলোড করেও ইনকাম করতে পারবেন ।১০ মিনিট স্কুল এর প্রোফেসনাল ভিডিও এডিটিং কোর্স টি করতে পারেন নিজেকে প্রোফেসনাল ভিডিও এডিটিং বানাতে নিচের লিঙ্ক এ ক্লিক করুন।
ইউজার ইন্টারফেস (UI) ডিজাইনিং
ইউজার ইন্টারফেস ডিজাইন হল আমরা ওয়েবসাইট তৈরি করার আগে ওয়েবসাইট সম্পর্কে পরিকল্পনা করতে হয় ওয়েবসাইটের হোম মেনু ওয়েবসাইটের সাবমের ফুটার হেডার এগুলো কোথায় থাকবে তা ডিজাইন করতে হয় এই ডিজাইনের কাজটি ইউজার ইন্টারফেস ডিজাইনাররা করে থাকে. এটি কঠিন লেভেলের কাজ। এই কাজটি শিখতে ছয় থেকে এক বছর লাগতে পারে। এটিতে ইউআই ডিজাইনিং সফটওয়্যার ব্যবহারে জ্ঞান, ওয়েব ডিজাইনিং, গ্রাফিক্স ডিজাইন, স্কিলড ওয়ার ফ্রেম তৈরি, কালার থিওরি এবং প্রোটোটাইপিং ইত্যাদি কাজ শিখতে হয় । ইউজার ইন্টারফেস ডিজাইন করে আপনি মাসে ৩৭ হাজার দিবে ১,৮০,০০০হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন ।
ওয়েব ডেভেলপমেন্ট
একটি ওয়েবসাইট তৈরি করা থেকে শুরু করি ওয়েবসাইটটি লাইভ করা পর্যন্ত যত কাজ করা হয় সব কাজ এই ওয়েব ডেভেলপারর করে। এটি বেশ কঠিন কাজ এটি শিখতে আপনাকে এক থেকে দুই বছর পর্যন্ত সময় দিতে হবে । ওয়েব ডেভেলপিং এর জন্য টিএমএল সিএসএস দক্ষতা জাভা স্ক্রিপ্ট দক্ষতা টেস্টিং দক্ষতা, ও ডিবাগিং দক্ষতা, ব্যাক-এন্ড বেসিক, এসইও দক্ষতা, রেস্পন্সিভ ডিজাইন দক্ষতা, গিটহাবের ব্যবহার ইত্যাদি শিখতে হবে।
ওয়েব ডেভেলপিং করে আপনি মাসে ৪০০০০ থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন যেটা আপনার কাজ এবং দক্ষতার উপর নির্ভর করবে আপনি এই স্কিনের যত বেশি দক্ষ হবেন তত বেশি টাকা ইনকাম করতে পারবেন ।
ডাটা এন্ট্রি
ডাটা এন্ট্রি হল সবচেয়ে সহজ একটি কাজের মধ্যে একটি। এটি শিখতে আপনাকে এক থেকে ছয় মাস সময় ব্যয় করতে হবে।টাইপিং দক্ষতা, বেসিক সফটওয়্যার জ্ঞান, অফিস ইকুইপমেন্ট চালানোর দক্ষতা, বেসিক রিসার্চ ও ডাটা কালেকশন স্কিল ইত্যাদি শিখলেই চলবে। ডাটা এন্ট্রি করে আপনি মাসে 20 থেকে 40 হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন ।
গুগল এডসেন্স থেকে অনলাইন ইনকাম
ওয়েবসাইট অথবা ইউটিউব থেকে ইনকাম করতে হলে প্রথমে আমাদের যে বিষয়টি চলে আসে সেটি হল গুগল এডসেন্স। গুগল এডসেন্স হলো আপনার ইউটিউব ভিডিও বা ওয়েবসাইটের বিভিন্ন স্থানে বিজ্ঞাপন প্রদর্শন করা। যখন বিজ্ঞাপনে ক্লিক করবে বা বিজ্ঞাপনটি তাদের সামনে শো করবে তখন এটি থেকে আপনি কিছু পার্সেন্টেজ পেতে থাকবেন। এক ক্লিকে কত টাকা দেয় তা বলা অসম্ভব, কারণ এটি কন্টেন্ট কোয়ালিটি কান্ট্রি অনুযায়ী ভিন্ন ভিন্ন হতে পারে আপনি $0.01 থেকে $100 ডলার এবং তার থেকেও বেশি ইনকাম করতে পারেন।
অ্যাফিলিয়েট মার্কেটিং করে অনলাইনে ইনকাম
ওয়েবসাইট তৈরি করে অনলাইন ইনকামের আরেকটি পদ্ধতি হলো এফিলিয়েট মার্কেটিং। এর মাধ্যমে বিভিন্ন বড় বড় কোম্পানির পণ্য বিক্রি করে কমিশন পাওয়া যায় আপনি একজন থার্ড পার্টি হিসেবে কাজ করবেন যত বেশি পণ্য বিক্রি করবেন তত বেশি কমিশন পেতে থাকবেন। 10 থেকে 15% পর্যন্ত হয়ে থাকে। যদি আপনার ওয়েবসাইটে খুব ভালো ট্রাফিক থাকে তাহলে আপনি আপনার এই ওয়েবসাইটকে এফিলিয়েট মার্কেটিং এর জন্য প্রস্তুত করতে পারেন। আপনার পণ্য যেমন বিক্রি হবে তার কিছু পার্সেন্টেজ আপনার ইনকাম হবে
ছবি বিক্রি করে অনলাইনে ইনকাম
আপনি হয়তো ছবি তুলতে ভালোবাসেন আপনার এই ছবিগুলো চাইলে আপনি ওয়েব সাইটে আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন। এটি প্রথমবার শুনলেই হয়তো বা অবাক হয়ে যাবেন। কিন্তু এর মাধ্যমে সত্যিই ইনকাম করা যায়। প্রথমে আপনি বিভিন্ন ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলবেন তারপর সেখানে উচ্চ রেজুলেশন এবং ভালো মানের কিছু ছবি আপলোড করলে ওয়েবসাইটের কর্তৃপক্ষ এগুলোর ছবির রেজুলেশন এবং ভালো মনের ছবি দেখে আপনার ছবিটি তাদের মূল ওয়েবসাইটে আপলোড করে দিবে সেখান থেকে যারা ছবি কিনবে, আপনি কমিশন পেতে থাকবেন সাধারণত একটি ছবির জন্য কোম্পানি ৩০ থেকে ৭০% পর্যন্ত কমিশন দিয়ে থাকে।
ছবির মাধ্যমে কয়েকটি টাকা ইনকাম করার ওয়েবসাইট:
এখন আপনি হয়তো ভাবছেন যে আপনার এই ছবিগুলো কে কিনবে? এই ছবিগুলো বড় বড় কোম্পানি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয় তারা এই ছবিগুলো কিনে ব্যবহার করেন।
অনলাইনে টাকা ইনকাম করে যেভাবে উঠাবেন
আপনি হয়তো প্রথমবার যে কোন একটি দক্ষতা কাজে লাগিয়ে ইনকাম করেছেন কিন্তু এখন সমস্যা হচ্ছে কিভাবে আপনি টাকাটি হাতে পাবেন যেহেতু আমরা বাংলাদেশি এবং বাংলাদেশের জড়িত পেপাল ব্যবহার করা যায় না তাই অনেক সময় আমাদের অনেক ঝামেলা পড়াতে যায় ।বর্তমানে প্রবালের যুব সেবা মাধ্যমে আপনি খুব সহজেই টাকা উঠাতে পারেন। এছাড়াও বিদেশী ক্লায়েন্টদের থেকে প্রিয় নিয়ার এর মাধ্যমে খুব সহজে টাকা উঠানো যায় এর মাধ্যমে প্রথমে টাকা পেয়ে আসবে তারপর আপনার লোকাল ব্যাংক অথবা বিকাশ আপনার টাকা উত্তোলন করতে পারবেন ।
আজ এতটুকুই সবাইকে ধন্যবাদ আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ার জন্য আর আপনার ফ্রিল্যান্সিং জার্নি শুভ হোক ।

.png)
.png)
ডিপ আইটি বাড়ীর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url