পশু-পাখি পাথর হয় যে লেকে- Tanzania Natron lake
আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা। যদি আপনাকে কেউ বলে পৃথিবীতে এমন একটি লেক আছে যার পানিতে কোন পশু পাখি স্পর্শ করলে সেটি পাথর হয়ে যায়!!! আপনি কি সেটি বিশ্বাস করবেন? জানা-অজানার আজকের পর্বে আমরা এই রহস্যময় লেকের রহস্য ভেদ করার চেষ্টা করব।
দক্ষিণ আফ্রিকার দেশ তানজানিয়ার উত্তর প্রান্তে অবস্থিত একটি রহস্যময় হ্রদ হলো নেট্টন লেক। অদ্ভুত এই লেকের দৈর্ঘ্য ৫৭ কিলোমিটার এবং প্রস্থ ২২ কিলোমিটার। রহস্যগঘেরা এই লেকের পানির রং লাল। আপনি কি ধারণা করতে পারেন কেন এই লেকের পানি লাল? কেনই বা এর পানিতে পশুপাখি সংস্পর্শে আসলে পাথর হয়ে যায়?
নেট্টন লেককে পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর হ্রদ বললে ভুল হবে না। ২০১১ সালে নিক ব্রান্ডট নামক একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার ছবি তুলতে তুলতে এক সময় তানজানিয়ার এই লেকের কাছে এসে চমকে যান। তিনি দেখেন অসংখ্য পশু পাখির ভাস্কর্য বা মূর্তি লেকের তীরে পড়ে রয়েছে। কিছুক্ষণ বিশ্লেষণ করার পর বুঝতে পারলেন এগুলো আসলে ভাস্কর্য নয়...... জীবন্ত পশু পাখির দেহ যা বছরের পর বছর ধরে অক্ষত রয়েছে। তিনি এ সকল মূর্তির নেয় পশু পাখির ছবি তোলেন এবং এ সম্পর্কে তিনি একটি বইও লিখেছিলেন। পরবর্তীতে মুহূর্তের মধ্যে বিষয়টি ভাইরাল হতে থাকলে বিজ্ঞানীরা রহস্যময় এই লেকের রহস্য বের করার জন্য গবেষণা শুরু করেন।
বিজ্ঞানীদের গবেষণার মাধ্যমে জানা যায়, নেট্টন লেকের পানি অধিক খনিজ লবণ সম্পন্ন। এই লেকের পানিতে অধিক পরিমাণ সোডিয়াম কার্বনেট ও সোডা রয়েছে। যার ফলে লেকের পানি অত্যন্ত ক্ষারধর্মী হয় যার pH ১০.৫। রসায়ন বিজ্ঞানের মতে এই পরিমাণ ph ক্ষমতা সম্পন্ন তরল যেকোনো প্রাণী শরীরের চামড়া গলিয়ে ফেলতে সক্ষম। তাছাড়া এই লেকের পানির তাপমাত্রা বেশিরভাগ সময় ৬০ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকে। যার ফলে লেকের পানি সমূহ বাষ্পীভূত হয়ে যায় এবং পানির তলদেশে পড়ে থাকে পানির মতো তরল লাভা।
তাহলে এখন প্রশ্ন হলো হ্রদের চারপাশে অসংখ্য পশু পাখির মূর্তির ন্যায় অক্ষত দেহ কোথায় থেকে এলো? এর উত্তরটি খুবই সহজ। লেকের উপর দিয়ে উড়তে থাকা পাখি লেকের পানির সৌন্দর্যে আকৃষ্ট হয়ে অথবা আশেপাশের পশুপাখি পানি খেতে আসলে সেগুলো লেকের অত্যন্ত তীব্র ক্ষারীয় পানির সংস্পর্শে এসে জ্বরে পুড়ে যায়। আর যে সকল পশুপাখি সৌভাগ্যবশত লেকের পানি থেকে উঠে আসতে পারে সেগুলো পানিতে থাকা সোডিয়াম কার্বনেট ও সোডার কারণে জমে পাথর হয়ে যায়। যে কারণে লেকের তীরে অসংখ্য পশু পাখির অক্ষত দেহ পাওয়া যায়।
আপনার মনে প্রশ্ন জাগতে পারে.... নেট্টন লেকের পানি লাল হয় কেন? চলুন এই প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক। লেকের পানিতে উপস্থিত সোডিয়াম ও কার্বনেট এর কারণে এক প্রকার অনুজীব জন্মে যাদের রং লাল। তাই এই লেকের পানির রং লালচে হয়ে থাকে। আচ্ছা আপনার কি মনে হয় এই লেকে কোন প্রাণী বেঁচে থাকতে পারবে কিনা?
পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর নেট্টন লেকের পানিতে সকল পশু-পাখির মৃত্যু হলেও লেসার ফ্লেমিঙ্গো নামক একপ্রকার পাখির প্রধান আবাসস্থল হলো রহস্যময় এই নেট্টন লেক। এই লেকের পানিতেই লেসার ফ্লেমিঙ্গো পাখি প্রজনন করে থাকে। এখন হয়তো আপনি প্রশ্ন করতে পারেন এই লেকের আশেপাশে কোন জনবসতি রয়েছে কিনা? ভয়ংকর এই নেট্টন লেকের আশেপাশে কোন মানুষজন বসবাস করে না। লেকের পানি জনমানবের বসবাসের অযোগ্য করে তুলেছে চারপাশ।
পৃথিবীতে রহস্যের শেষ নেই। নেট্টন লেক প্রকৃতি প্রদত্ত একটি রহস্যময় স্থান। এইরকম নিত্যনতুন রহস্য সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইট ফলো করুন। আপনি কি এই লেক সম্পর্কে আগে জানতেন কিনা তা কমেন্টে জানিয়ে যান।আজকের মত এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।


%20(1).jpg)
ডিপ আইটি বাড়ীর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url