টেলিটক নাম্বারে টাকা দেখার উপায় | টেলিটক নাম্বার দেখার উপায়
আসসালামু আলাইকুম ডিপ আইটি বাড়ির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের এই আর্টিকেলে আমরা দেখবো কিভাবে আপনার টেলিটক নাম্বার থেকে কত টাকা আপনার ফোন এ আছে তা দেখবেন।
টেলিটক নাম্বারে টাকা দেখার উপায় অথবা টেলিটক নাম্বার দেখার জন্য কোড এই সব কিছু আপনি গুগল এ লিখে সার্চ করতে পারেন। আপনি যদি টেলিটক নাম্বারে টাকা দেখতে না পারেন তাহলে আজকের আরতিচাল টি পরলে আর কখনও টেলিটক নাম্বারে কিভাবে টাকা দেখতে হই তা ভুলবেন না।তো চলুন আমরা প্রথমে আমাদের পোস্ট এর জন্য সূচিপত্র দেখে নিয়।
টেলিটক নাম্বারে কিভাবে টাকা দেখবেন
আমরা অনেকই আছি যারা টেলিটক সিম কিনবেন ভাবছেন আবার অনেকেই আছে যারা টেলিটক সিম ব্যবহার করে কিন্তু আমরা মাঝে মাঝে ভুলে যাই যে টেলিটক সিমে কিভাবে ব্যালেন্স চেক করতে হয়। প্রত্যেকটি সিমে তিনটি পদ্ধতিতে টাকা চেক করা যায় তেমনি টেলিটক হয়েছে তিনটি পদ্ধতি এই তিনটি পদ্ধতির মাধ্যমে আপনারা নাম্বারে টাকা দেখবেন।
১। USSD কোড ডায়াল করে আপনি আপনার সিমের ব্যালেন্স দেখতে পারবেন তার জন্য একটি নির্দিষ্ট কোড রয়েছে সেটি হল *152# এটি ডায়াল করলে আপনি সিমের ব্যালেন্স দেখতে পারবেন এই পদ্ধতিতে আপনার বাটন ফোন বা স্মার্টফোন বা যে কোন ডিভাইসে টেলিটকে টাকা দেখতে পারবেন
২। আমরা জানি প্রত্যেকটি সিমের রয়েছে কাস্টমার কেয়ার সুবিধা ঠিক সেরকম টেলিটকেরও রয়েছে কাস্টমার কেয়ার সুবিধা কাস্টমার কেয়ারে ফোন করে খুব সহজে আপনি আপনার ব্যালেন্স চেক করে নিতে পারেন।কাস্টমার কেয়ারের মাধ্যমে টেলিযোগে টাকা চেক করতে 121 ডায়াল করে আপনার নাম্বারে কত টাকা আছে তার জেনে নিতে পারেন।
৩। টেলিটক অ্যাপ এর মাধ্যমেও আপনি আপনার ব্যালেন্স চেক করে নিতে পারেন এর জন্য প্লে স্টোর থেকে My Teletalk এপ্লিকেশনটি ইন্সটল করে নাম্বার দিয়ে সাইন আপ করে লগইন করতে হবে এরপর অ্যাকাউন্ট ব্যালেন্সে ক্লিক করলে সেখান থেকে আপনি আপনার ব্যালেন্স দেখতে পারবেন ।
টেলিটকের নাম্বার দেখার উপায় ২০২৪
আমরা অনেকেই আছে যারা Balance চেক করতে পারি কিন্তু নিজের নাম্বার কিভাবে চেক করতে হয় তা জানিনা তাই এখন দেখবেন কিভাবে নিজের নাম্বার দেখা যায় টেলিটকে নিজের নাম্বার দেখার জন্য আপনাকে ডায়াল করতে হবে *552# এই সিম্পল কোডটি ব্যবহার করে আপনি আপনার নাম্বারটি খুব সহজেই দেখতে পারবেন ।
টেলিটকে এমবি দেখার উপায় ২০২৪
আমরা অনেকেই হয়তো নিজের নাম্বার এবং ব্যালেন্স চেক করতে পারি কিন্তু আমরা জানি না কিভাবে টেলিটক এ এমবি দেখতে হয় কিন্তু একটি মজার বিষয় হচ্ছে আপনি এটি এর আগেই জেনে নিয়েছেন কারণ টেলিটক এ সুবিধা হচ্ছে যেভাবে আপনি ব্যালেন্স দেখবেন ঠিক সেভাবে আপনি এমবিও দেখবেন এটি দেখার জন্য আপনাকে ডায়াল করতে হবে *152# তাহলেই আপনাকে এমবি দেখাবে।
টেলিটক সিমে অফার দেখার নিয়ম
টেলিটক সিমে অফার দুইভাবে দেখা যায় যেভাবে টেলিটক সিমে অফার দেখবেন তা হলো-
১। প্রথম পদ্ধতিটি খুবই সহজ আপনার মোবাইলের কন্টাক্টস অথবা ফোনে গিয়ে USSD তে টাইপ করবেন *111# থেকে আপনি এমবির অফার, ঝটপট, ইন্টারনেট লোন নিতে খুব সহজেই আপনি অফার দেখতে পারবেন।
২। অন্য পদ্ধতিটি হল আপনি মাই টেলিটক অ্যাপস থেকে এসব এমবি, ঝটপট, ইন্টারনেট লোন ইত্যাদির অফার খুব সহজে দেখতে পারেন।
পরিশেষে
টেলিটক নাম্বার টাকা দেখার উপায় টেলিটক টাকা দেখার উপায় ২০২৩ এটা ছিল মূলত আমাদের আজকের আর্টিকেল আশা করি সম্পূর্ণ বিষয়বস্তু আপনাদেরকে বুঝাতে পেরেছি এমনই নিত্য নতুন আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইট ফলো করতে পারেন এবং এই আর্টিকেলটি সম্পন্ন করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ. আপনার এ বিষয়ে আরো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে।


ডিপ আইটি বাড়ীর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url